Tuesday, September 30, 2025
spot_img
Homeবিনোদন'অপারেশন সিঁদুর' এর মাঝে কিং খান-দিলজিতের প্রশংসা করে তোপের মুখে পাক...

‘অপারেশন সিঁদুর’ এর মাঝে কিং খান-দিলজিতের প্রশংসা করে তোপের মুখে পাক ফ্যাশন ডিজাইনার!

ওয়েব ডেস্ক: ‘মেট গালা ২০২৫’শে আকর্ষণীয় লুকে ধরা দিয়ে শাহরুখ খান এবং গায়ক দিলজিৎ দোসাঁঝ লাল কার্পেটে ঝড় তুলেছিলেন(Shah Rukh, Diljit Dosanjh at Met Gala)। বড় মাপের এই আন্তর্জাতিক ফ্যাশন শো’তে অভিষেকের পর সোশ্যাল মিডিয়ায় বলিউড বাদশা নিজেই বলেছিলেন, ‘এটা আমার জায়গা নয়,কিন্তু সব্যসাচী(Fashion Designer) আমাকে সত্যিই রাজা (King) বানিয়ে দিল।’ তাদের ফ্যাশন পোশাক কোটি কোটি হৃদয় ঢেউ তুলেছে।
অন্যদিকে ‘অপারেশন সিঁদুর ‘(Operation Sindoor)-এ ভারতের আক্রমণে ঘায়েল হয়েছে পাকিস্তান।আর তারমধ্যে মেট গালার লাল গালিচায় এই দুই ভারতীয় তারকার প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় আক্রোশের মুখে পড়েছেন পাকিস্তানের ফ্যাশন ডিজাইনার জারা শাহজাহান(Pakistani fashion designer Zara Shahjahan)।

আরও পড়ুন:অপারেশন সিঁদুর: মধ্যরাতে পাকিস্তানে আঘাত নিয়ে কি বলছেন সিনে তারকারা!

ইনস্টাগ্রামে তিনি দুটি স্টোরি শেয়ার করেছেন। যেখানে জারা লিখেছেন, ‘মেট গালার লাল গালিচার দুই তারা। গোটা বিশ্ব যখন আমাদের তারকাদের জন্য দরজা খুলে দিয়েছে এবং সেই তারকাটা যখন বিশ্বমঞ্চ কাঁপাচ্ছেন তখন আমাদের হাততালি দেওয়ার অধিকার নেই। আমাদের জয় নিরবতায় ভরা’। দ্বিতীয় পোস্টটিতে তিনি লিখেছেন,’যাদের দেখে বড় হয়েছি; যাদের গানের তালে নাচ করা, যাদের ছবি দেখলাম-এখন বিশ্বমঞ্চে তাদের দেখে অচেনার মত আচরণ করতে হচ্ছে’।


অপারেশন সিঁদুর আবহে সোশ্যাল মিডিয়ায় পাক ফ্যাশন ডিজাইনারের এই পোস্ট যেন আগুনে ঘৃতহুতি। খুব স্বাভাবিক কারণেই পার্টনার সে দেশের ফ্যাশন ডিজাইনারকে সোশ্যাল মিডিয়া তুলসনা করেছেন। লিখেছেন, ‘আত্মসম্মান বলে কিছু নেই! শাহরুখ-দিলজিত আবার কবে আমাদের হলো!’
অনেকে জারা-র দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে তাকে ‘নির্লজ্জ’ বলেছেন। যদিও এটি জারা পাল্টা কোন মন্তব্য করেননি।

Read More

Latest News